গামছা বাধা সংসার
-নীলোৎপল সিকদার
মেহেদী রাঙা হাত-লাল চেলির দিন
ছোট্ট উৎসব-মেজবান খাওয়ানো
একটু খানি আনন্দের পরশ
কবুল বলা বউ সাজা-গরীব ঘর-সংসার…
চুলার উপর ভাতের হাড়ি
লাকড়ির বুক পোড়া আগুন…
ভাঁপ ওঠা গরম সাদা সাদা ভাত
আকাশের তারার মত ঝকমক করে,
উদর পূর্তির সংসার- মনে জ্বলে শ্মশান চিতা…
প্রেমহীন- স্নেহহীন-মায়া মমতাহীন
খাওয়া পরা গরীব জীবন
একটু খানি গামছায় বাঁধা সংসার!
দাওয়ায় কলসি ভরা ঠান্ডা পানি
অধিকারের শীতল পানির অভাবে
দিবানিশি পিপাসায় কাতরতায়,
ভালোবাসাহীন গামছা বাঁধা সংসার..
নতুন বউ-সমুদ্রের মত অনুরাগভরা হৃদয়,
বর কঠিন মন-বৈষয়িক হৃদয়-মরা শুকনো খাল
তবুও মাথায় তার পুরুষ অহংকারের তাজ…