Site icon আলাপী মন

মননে

মননে
-সুদীপ্ত কুণ্ডু 

 

 

মনন মানে-
অন্তর্বর্তী গহন জুরে কোমল আস্ফালন
নির্বিকার চিত্তে এক স্বাধীন চেতা গভীরতা
সম্মোহিত সময়ে দেহ সত্ত্বার অলীক ব্যবধান
গতিপথে নেমে আসা প্রশ্ন উত্তরের অবিরত সংঘর্ষ।।

 

মনন মানে-
সূর্যরশ্মি গায়ে মেখে প্রাণে উষ্ণতা সঞ্চয় করা
দুর্গম পাহাড় পেরিয়ে জলপ্রপাতের সৌন্দর্য্য খোঁজা
তর্ক-বিশ্বাসকে মিলিয়ে দেওয়া কল্পনার সাথে
আত্ম অভিব্যক্তি গড়ে তোলা নতুন ভাবে।।

 

মনন মানে-
আমার একলা ঘরে প্রাক্তন-ভবিতব্যের কোলাহল
সদ্যজাত কল্পকাহিনী বুননে চলচ্চিত্রের নির্মান
ভালোলাগা ও ভালোবাসার অদম্য যত্নের মিলমিশ
স্মৃতির কাঠামো জাগিয়ে তোলা শব্দ গঠন কলমে।।

 

মনন মানে-
তেপান্তরের মাঠ, আমার আপনজন, সুন্দরগ্রাম-খেলাঘর
মুহুর্ত অনুভুতির যোগফল, স্কুল-কলেজের বন্ধুদের দল
আন্দোলিত কিছু গল্পের, চোখে হারানো লেটারবক্স
“মনন”, তোমার আমার অবিরাম পথ চলা মননে।।

Exit mobile version