দুঃসময়
-শিবানী গুপ্ত
আচমকা যখন পারিপার্শ্বিক চিত্রটা
আমূল বদলে যায়
স্বস্তি–সুখের সহজ যাপন-অংকে
গরমিল–ছল্-ছুঁতোর ছিদ্র যতোই রি্যুকরি-ছিদ্র বাড়তেই থাকে
একসময়,চারপাশের দেয়ালটা বক্ষে
চেপে বসে,দমবন্ধ নিঃশ্বাসে
আর,তখনি,মনটা অস্থিরতায় কাঁপে
দুঃসময়ের অজানা ত্রাসে !
পরিচিত আবেষ্টনী ঘিরে
শুধুই চানক্যের কূটনীতি
শকুনির চতুর পাশা খেলা
চেনা মুখ- চেনা বসতি-
সব কেমন অচেনা–অস্পষ্ট
চক্রব্যূহের রহস্য মোড়কে আবদ্ধ
বাতাসও কানেকানে ফিস ফিস্ করে
দুঃসময় গো,বড়োই দুঃসময়!
বিপন্ন বিশ্বাস মেঝেতে মাথা খুঁড়ে-
প্রেম,ভালবাসা,মায়া,মমতা সব
কর্পূর হয়ে ওড়ে-
সংস্কৃতি,দায়বদ্ধতা,সংস্কার,নীতিবোধ
পোষাকী খোলস পাল্টে
খৈ হয়ে দূরান্তে ছ”ড়ায়–
অক্টোপাশের মতোই পেঁচিয়ে ধরে
আগ্রাসী লোল জিহ্বা নাড়তে থাকে-
দুঃসময় !
সুন্দর রচনা