Site icon আলাপী মন

যদি এমন হোতো

যদি এমন হোতো
-পাপিয়া ঘোষ সিংহ 

 

আমি যদি পাখি হ’তাম,
দেশ হ’তে দেশান্তরে, ইচ্ছে ডানায় ভর করে
যেতাম উড়ে সেই সূদূরে ।
কখনো বা নীল আকাশের রঙটা নিয়ে
মেঘের গায়ে লাগিয়ে দিতাম,
কখনো বা সাদা মেঘের ভেলায় ভেসে
আকাশের বুকভরা প্রেম জড়িয়ে নিতাম।

 

আমি যদি ঝরণা হ’তাম,
প্রবল বেগে প্রেমের স্রোতে পাহাড়
তোমায় ভাসিয়ে নিতাম।
তোমার পাথর চাপা কঠিন হৃদয়
পলল হয়ে গলিয়ে দিতাম।
নরম মনের প্রেমিক নিয়ে
সবুজ ভালোবাসায় এদেশ ভরিয়ে দিতাম।

 

আমি যদি ফুল হ’তাম
আমার প্রেমের হলুদ পরাগে
ভ্রমর তোমায় রাঙিয়ে দিতাম।
আমার মনের মাধুরি তে গুনগুনিয়ে উঠতে যখন
স্বপ্ন বিভোর সৌন্দর্যে প্রকৃতিকে ভরিয়ে দিতাম।
আমরা দুজন ভালোবাসার স্বপ্নলোকে পাড়ি দিতাম।
পাখি,আকাশ, ঝরণা,পাহাড়, ফুল ও ভ্রমর প্রাণের ছোঁয়ায়
এই ধরণী স্বর্গসুখে ভরিয়ে দিতাম।।

Exit mobile version