রাত .. যখন যেমন
রাত .. যখন যেমন
-শম্পা দেবনাথ
অপেক্ষার রাতগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয় –
এক আকাশ বিষাদ ধীরে ধীরে চৌকাঠ ডিঙ্গোয় ,
রাত পেঁচাদের ক্লান্ত ডাক ফিরে গেছে সেই কখন,
সপ্ততারার ভিড়ে একটি ছোট তারার উপস্থিতি চোখে পড়ে না তেমন আর,
ভালবাসি বলতে সহস্রযুগ কেটে যায়,
পড়ে থাকে কিছু ছেড়া পুঁতি,ভাঙা একতারা,আর কিছু হারানো সময়।
উচুঁ ডালটা জোর করে নামিয়ে ফুল পাড়া হলে –
ছেড়ে দিলেও তেমন কি সোজা দাঁড়ায় !
ঘাসপথ পেরিয়ে পিছনে তাকালে, দূর্বা বোবা চোখে চায় ;
ঢিল ছুঁড়ে তরঙ্গ তোলার খেলায় মাতলে,
জলের কান্না শোনা যায় একটু কান পাতলে,
অবুঝ বসন্ত সোনা রোদ্দুরে ধুলো মাখে,
নাছোড় শিমুলের ওড়াউড়ি চোখে লাগে,
সরল যখন জটিল থেকে জটিলতর হয়–
অনুভূতিগলোও হালকা হতে হতে একদিন ফিকে হয়ে যায়,
অপেক্ষার রাতগুলো তখন দীর্ঘতর থেকে দীর্ঘতম হয়।


One Comment
অরিন
ভালবাসায় মাখামাখি কবিতা লেখা খুব সুন্দর।