ঝরা পাতা
-অমল দাস
ঝরা পাতাগুলি ছড়িয়ে ছিটিয়ে,
কুড়িয়ে পাওয়া ফুল তুলেছি যতনে।
অনেক আঘাত ভুলেছি বে-খেয়ালে,
সুখটাও চুরি হয়ে গেছে গোপনে।।
কোথাও থামেনি ছিন্ন ভিন্ন মেঘেদের দল।
বে-হিসাবী হাওয়া, ঘুড়িরাও এলো মেলো।
স্বপ্ন বিভোর শুয়ে থাকা রোদের তপ্ত পাথর।
নীতিহীন মরুভূমিতে বন্যা নেমে এলো ।।
সাথী নেই একা যাত্রী , ধন্য জীবন …!
অজেয়কে জয়ে পা দিয়েছি রাস্তায় ..
মুছে যাব চিরতরে আর দেখা হবেনা…!
পুষ্পরথ হয়তো দাঁড়িয়ে আমার অপেক্ষায় ।।