ভালোবাসি
-সুদীপ্ত কুণ্ডু
না কোন খবর না কোন কথা,
অপেক্ষার অগত্যা শাস্তি সময়ের বিশ্রাম।
ওগো প্রিয়তমা –
দিন-রাত নীরবে ভাসে তোমার সুরের আঁখিতারা ।
স্নেহ ভালবাসা বিশ্বাসে কতই না প্রতিজ্ঞা তোমায় ঘিরে,
গোধূলি আলোয় আলাপের অপেক্ষা হেঁয়ালি যত ফিরে।
মুখচোরা হাসিতে কবিয়াল বন্দরে অস্ফুটে ছায়ামাখা গল্পে-
আমার স্মৃতিপটের খাতায় তুমি আঁকা আছো।
রক্ য্যাজ রিমিক্সে ঘেঁটে গিয়ে যত ব্যস্ততা পার করে দিলেম,
তোমার গানের ভেলাই আবার স্নিগ্ধ পরশ ফিরে পেলেম।
পোড়খাওয়া বাঙালি আমি এখনও কলমে সুনীল, গানের ওপারে রবিতেই মাতি।
হৃদমাঝারে তাই কান পেতে রই জোয়ার- ভাঁটায় কুলের ঠিকানায়।
অফুরবেলায় তোমার ডিঙির বৈঠা হব আর যাব সূর্যাস্তেরর আভায়।
শ্রোতা আমি ভালই অনেক দামী,
তোমার বৃহৎ মাঝে প্রশংসাতেই থামি।