Site icon আলাপী মন

আসবে সুদিন

আসবে সুদিন
-চিন্ময় মহান্তী
আজও পরাণ একলা কাঁদে নীল দিগন্ত বুকে
স্বপ্নগুলো পথ চলে ঐ হতাশার গন্ধ শুঁকে !
গরীবত্ব রুটি খোঁজে ডাস্টবিনের ঐ ভিড়ে
আলোক যখন রোশনাই দেয় অহং রজনী নীড়ে ।

 

চাইনিজ প্লেটে মুখগুলো যখন বিলাস চর্বনে বসে ,
দীনতার তখন পেটের আগুন এখনো জলে রসে ।
রাত কেটে যায়-দিন কেটে যায় ,আয়াস সুখের ভিড়ে ;
হতাশা তখন পথ হাতড়ায়…শাপলা জড়ানো নীড়ে ।

 

হায়রে দীন ! বিধির বীন বাজবে কবে ওরে ?
সূর্য তোদের ঝুপড়ি ঘরে উঠবে কোন ভোরে ?
নতুন সকাল দেখবি কবে ? নতুন আশার ডোরে ,
দুর্বিষহ হতাশ জীবন দেখবিনা কবে ওরে ?

 

তোদের অন্নে পুষ্ট হলো যাদের স্বপ্নভূমি ,
তারাই তোদের ফেলছে ছুঁড়ে রসাতে স্বার্থভূমি ।
ওরে দীন… আসবে সুদিন , কবে বলতে পারিস ?
দীর্ঘপথ পেরিয়েও সেই প্রথম মোড়েই আছিস ।

 

সূর্য একদিন উঠবেই ওরে তোদের ঝুপড়ি ঘরে ,
হয়তো সেদিন অনেক দূরে , আসবেই সেদিন ওরে ।
বিধাতা সেদিন লিখবে ভাগ্য , নাচবি তালে তালে
সপ্তসুরের ঝরনা ধারা বইবে জীবন ঢালে ।

Exit mobile version