কবিতা

পঁচিশে বৈশাখ

পঁচিশে বৈশাখ
-রুনু ভট্টাচার্য

 

আজ কবি রবি ঠাকুরের জন্মদিন
ধরণীর বুকে বাজে তাই আনন্দের বীণ
বাংলা সাহিত্যর প্রবাদ পুরুষ খ্যাত কবি
জয় করল বিশ্ব কি যে মায়াময় ছবি।
কত রচনা কত গানে গানে জাগরিত প্রান
দিয়েছে মানবের পথের দিশা হয়ে অম্লান
কত যে রূপ মাধুর্য আঁকা তার বদনে
অমিয় সৃষ্টির বাণী ছিল মানবের কল্যাণে
চির দিন বেঁচে থাকবে কবি সাহিত্য আসরে
এসো আজ তাঁরে করি গো স্মরণ প্রাণ ভরে।

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page