লহ প্রণাম

লহ প্রণাম
-রুদ্র প্রসাদ

 

সমুজ্জ্বল স্মৃতির অতল তলে,
উদ্ভাসিত – প্রস্ফুটিত শতদলে,
বিকশিত – সুবাসিত, তোমারই সম্ভার,
কাব্য, গীত তুমিময় — তুমি একাকার ।
সৃষ্টিশীলতায় মগ্ন মনের ভাবনা যত,
আপন খেয়ালে লিখে গেছ অবিরত,
সুখ – দুঃখ – উত্থানের নব-নীতি-রঙ্গ,
তোমার রচনা, ঠিক যেন মুক্ত – বিহঙ্গ ।
সংস্কারের বেড়াজাল আর জাত-পাত,
অমানবিকতার সমূলে করেছ আঘাত ।
“নাইট হুড” – উপাধি প্রত্যাখ্যাত,
মনিকোঠায় আছে যে সবার জ্ঞাত,
মানবিক বেদনায় কেঁদেছে ও প্রাণ,
“নোবেল” ও প্রতিভার সামান্য সম্মান ।
বিজ্ঞানের অভিশাপ, সেই ‘হিরোশিমা’,
অথবা মিষ্টি প্রেমের সুপ্ত মধুরিমা
আকুল সব দেশাত্মবোধের গানে,
বানভাসি জোয়ার এনেছ যে প্রাণে,
মুসলমান ভাইকে পরালে মিলনের রাখী,
অখণ্ড দেশের ছবি তাইতো মোরা আঁকি ।
শত – সহস্রাধিক বৎসরের ও পরে,
উচ্চকিতে উচ্চারিবে একই সুরে,
হৃদয় মাঝে, বিশ্ব মাঝে একটি শুধু নাম,
“কবিগুরু”, লহ তুমি, সামান্যের প্রণাম ।।

Loading

6 thoughts on “লহ প্রণাম

  1. ধন্যবাদ আলাপী মন কর্তৃপক্ষ, তৎসহ সকল লেখক-লেখিকা, পাঠক-পাঠিকাবৃন্দ, সকলকেই জানাই শুভ রবীন্দ্রজয়ন্তী প্রীতি , শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও অভিবাদন । এই পরিবারের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ।

Leave A Comment