মত্ত

মত্ত
-সুদীপ্ত কুণ্ডু

 

গতিমান পিড়িত ছোট্টো একটা মস্তিষ্ক আমার-তোর,
আবেগ আশঙ্কা উদাশিনতার উৎকন্ঠায় ঠাসা।
স্নায়ু গুলো নেশার বিষে পক্ক সুখের অবকাশে রঙিন,
অতিরিক্ত মিষ্টি রক্তে উচ্চচাপে দিশাহীন আজ ভালবাসা।
চিন্তিত ললাট চঞ্চল মন কাড়ে উপস্থিত মানবিকতা,
চিনতে না পারা অচেনা ব্যতিক্রমি হৃদয়ের ভিড়ে
মুষ্টিমেয় কয়েকটা ভালোবাসা লুকিয়ে রাখা অর্থের চাপে
অহংকার ভেঙে ফেলে মানবতার যত মিথ্যে বানী।
চলব ছুটবো পিষে মারবো উগ্রতেজ যতদিন আছে মোর এ দেহে
বার্ধক্যের ভিড়ে হয়তো তোলা থাকবে উদ্ধত যৌবনের পরিনতি।
স্পর্শে -স্বরে হাতেগোনা সেই ভালোবাসায়, চিবুকের অনুভূতি মিলিয়ে যাবে

পাষান মনের সমুদ্রের ঢেউয়ের মতো ।।

Loading

Leave A Comment