বেনিয়া
-নীলোৎপল সিকদার
গনিকা প্রহরে চোখ থেকে ঢেলে দিলে কুম্ভীরাশ্রু
মেঘমালায় রেখে গেলে আহত স্মৃতি…
ছেড়ে আসা নিহত সময় আঁধারে গেঁথে,
নপুংশক বেনিয়া ব্যবহারে সিঁদ কেটে
বেড়িয়ে গেলে চতুর চোরা পথে…
ভ্রুন স্বপ্ন যতো উবে গেলো মন থেকে,
দ্বিখণ্ডিত হৃদয়ে রক্ত ঝরা বেদনা,
ন্যাড়া পথ বেয়ে চলে যায় বাউল গান
আর কি ফেরা হবে জীবনের কাছে- স্বপ্নের কাছে!
খামচি মেরে নিয়ে যাওয়া পূণ্য তিথি
শীতল শশী আলোয় চেয়ে থাকে,
খুঁজে চলে পথের সাথীকে…
মোচরানো সময় মুছে এসো সওদাগরী অতিথি!
নিয়ে তোমার পুষ্প রথ সাজিয়ে…
আবার শোনাতে জীবনের গান…