মানসী

মানসী
-অমল দাস 

 

 

আমার মন খারাপিয়া মেঘ জমেছে-

তোমার রেশমী ঘন কেশে,

রূপালোয় প্রজ্জ্বলীয় মম হিয়া ,

নীলাকাশ গাঙে ভেসে।

 

আমার বৃষ্টি স্রোতে কাগজি নাও-

বারংবার তোমার ঘাটেই আসে ,

জল মুঠোয় আগলে রেখো-

সখা কমল আঁখি পাশে ।

 

আমার ব্যাকুলিয়া বাঁশি বাজে –

নিত্য হাওয়ার তালে দুলে,

একটি প্রহর তোমার সাথে,

রূপসাগরে বিশ্ব ভুবন ভুলে ।

 

আমার উদাসীয়া বাতাস ছোটে –

সৌর আলোর চেয়ে বেগে,

তোমার গাত্র বেয়ে ওষ্ঠ ছুলে-

মরমী থেকো গল্পনিশি জেগে,

 

আমার ভ্রমরীয়া চিত্ত মাতাল,

আকণ্ঠ পরাগ রসাস্বাদনে !

তব কটি দেশের দোলন চালে-

আমি সহচরী বাসন্তীয়া গানে।

 

আমার পিরিতিয়া তাথৈ জলে-

তোমার অবাধ জল-ছলাৎ ,

আমার চন্দ্রসাঁঝে জ্যোৎস্না লাজে –

প্রেমালাপে আঁধার কুপোকাত ।

 

আমার সবুজিয়া কানন জুড়ে –

পুষ্পরানী বিকশিত শাখে শাখে,

মানসী তোমার রূপে  মূর্ছা যাই

ভাঁটা গাঙে আমার তরীর মত্ততা লাগে।

Loading

4 thoughts on “মানসী

Leave A Comment