ইচ্ছে ঘুমায় পালঙ্কে
-সোনালী মণ্ডল আইচ
সাত ভাই ছাতারে আর এক ঝাঁক টিয়া উঠোনে
বৈশাখী বিকেল ডাকে আয় রে ঝঞ্ঝা
শুনে আকাশ জমিয়ে তোলে শয়তানি
বাতাস না বলে-কয়ে বোলতার চাক ভাঙে
আরও তেতাল্লিশ কাহন শোনাবো দেখা হলে
পুরোনো সত্যির সবটা আজ গল্পের মতো ঘুণ
সুরীর সাক্ষীকে ভোট দিয়ে নির্বিকার থাকি
বাইপাসের ডালপালা ছড়ানো আলো
চৌকিদার তবু চমকে ওঠে শঙ্খ-চিলের
ডাকে
জানালার পর্দা সরিয়ে দেখি
তোর জন্য অপেক্ষা করছে শ্যামা পাখি …