আমার গ্রাম

আমার গ্রাম
-পাপিয়া ঘোষ সিংহ

 

ব্রাহ্মনী নদী তীরে আমার সে গ্রামখানি,
ছায়াঘেরা, সবুজ ঘন,যেন রূপের ডালি —
প্রকৃতি যেন উজার করে দিয়েছে ভালোবাসা।

সকাল এখানে ভরপুর সোনারোদে,
দুপুরে সাঁতার ,কোলাহল পরে ঘাটে ।
বিকাল বেলা খেলার মাঠে ভিড় ,
সন্ধ্যা নামে পাখির কূজন সাথে।

দিঘীর জলে পদ্ম – শালুক ফুটে–
সরষে ফুলে হলুদ মাঠের সারি ,
ধানের জমি হাওয়ার ঢেউয়ে দোলে ,
বটগাছ তার নামিয়েছে কত ঝুড়ি ।
কোথাও আছে সারি সারি তালগাছ,
কোথাও আবার বড় আমের বাগান ,
সবুজ ঘন ঘাস বিছানো থাকে
গ্রামের শেষে ছোট্ট টিলা খান ।

প্রাণবন্ত গ্রামখানি আমার ,
গাছপালা, পুকুর নিয়ে ভরা ,
গ্রামের মাঝে পিচঢালা রাস্তা দিয়ে–
দিনের বেলা চলে গাড়ি, ঘোড়া ।

গ্রামের মাঝে জয়দূর্গা মন্ডপে ,
মিলত এসে সারা গ্রামের লোক,
কাশেম চাচা ,পন্ডিত জ্যাঠারা সব
একসাথে গল্পেতে মশগুল।

সারাবছর উৎসব হৈচৈ,
কখনো ঈদ, কখনো ভাইফোঁটা,
দূর্গাপূজোর বিসর্জনের সাথে
মিলত এসে মহরমের তাজিয়া।

ভালোবাসায় ভরা সরল প্রাণে,
শিক্ষার তো ছিল না অভাব,
স্কুলের গন্ডি গ্রামেই পার করে–
শহরে গিয়ে উচ্চশিক্ষা লাভ ।

কাজের খোঁজে ছেড়েছে গ্রামখানি,
অনেকের আজ শহরে বাসভূমি,
ভালোবাসার টানে আসে ফিরে–
বৎসরান্তে নিজের জন্মভূমি।

গ্রামখানি যেন মায়ের মুখচ্ছবি,
মায়ামাখা শীতল স্নেহের পরশ,
এখনও মন চায় যেতে সেখানে —
গেলেই যে পায় ছোট্টবেলার হরষ ।।

Loading

Leave A Comment