তুমি
-সীমা চক্রবর্তী
আমার সমস্ত অন্তর জুড়ে আছো তুমি
আছো আমার দু’নয়নে
আছো আমার আত্মার গভীরে
আছো কজ্জলের মৌন প্রসাধনে।
সত্ত্বায় কোনো হিন্দোল নেই
নেই কোনো মিৎসুবিসির আগ্নেয়পাত
ত্রস্ত ভীতু পায়ে কেবল হেঁটে চলা
হিসাবের পাহাড় জমে দিন-রাত।
কতো আদিম কাল ধরে তুমি আছো
আমার শিরায়, আমার দেহে
মনের ভিতর মন হয়ে মিশে আছো
যুগ যুগ ধরে অপার বিরহে।
আশা – প্রত্যাশার চাহিদা – যোগানে
নীরব রাতের ক্লান্ত জাগরণে
মেলেছো তোমার বিস্ময় নয়ন
উড়ান ভরেছো অবাধ বিচারণে।
আমার প্রতিটি শোণিত প্রবাহে
প্রতিক্ষণে শুনি তোমার পদ-ধ্বনি
অন্ধকারে হেঁটে যাই, জ্বালি না আগুন
তুমি আছো অবধারিত জানি।