অচেনা
-নীলোৎপল সিকদার
যে বাতাসের নাম ছিলো দখিণা সমীরণ,
যে ছায়া পথে হেঁটেছি এতটা কাল,
যাকে চিনেছি বলে ভেবেছি প্রতিদিন,
আজ যেন মনে হয় চিনিনি তাকে মোটেও!
সমীরণ মৌসুমী শেষে চলে গেছে বয়ে,
ছায়া মিশে গেছে মানুষটির মন আঁধারে,
এখন শুধু রক্ত মাংসের ঘ্রাণ…
লবঙ্গ গন্ধ কখন যে উড়ে গেলো বৃষ্টির পাখায়
পথে এলে বোঝা যায় এসেছি বড় ভুল পথে!
কারো হাতের গোলাপ এতো ভারী হয়!
মেঘে মেঘে বেলা গেলে পাপড়ি শুকায়!
কেউ কেউ জনম ভরে স্বার্থবাদী মানুষই থেকে যায়
নিঃস্বার্থ প্রেমিক হয়ে উঠতে পারে না,
সংস্কার আর প্রচলিত ধারনায় গড়া
দেওয়াল ভেঙ্গে বেরিয়ে আসতে পারে না,
কিছুতেই কামনার সীমা অতিক্রম করার সাহস পায় না ,
হায় চেনা পথের বাইরে দাঁড়াতে জানে না!
শুধু যৌবনের উন্মাদনায় বলে ভালোবাসি…
মোহ কি কখনো প্রেম হয়!
কত দিনের চেনা চেনা মনে হওয়া মানুষটি
চিরদিন কাছে থেকেও অচেনাই থেকে যায়…