চাতক প্রাণ
-অমল দাস
আজ আকাশে পূর্ণিমা -চাঁদের ভিতর চাঁদ,
লক্ষ তারার ঝলক সেথা পৌঁছায় না হাত।
চৈতালি চাঁদ রূপ ধরেছে,
গাছের পাতায় লাজ লেগেছে।
নদীর জলে মুক্ত খেলে ভাসছে মাছের ঝাঁক।
আম্র ঘ্রাণ মৃদুমন্দ চুপটি করে লিচুর ডালে পাখি,
পথ পরীরা জ্যোৎস্না কায়ায় হারায় আমার আঁখি।
ব্যাকুল চিত্ত সুর ধরে নেয়,
হাওয়ায় মন ভাসিয়ে বেড়ায়।
চৈতি সাঁঝের অভিলাষ তোমায় হৃদয় ঘরে রাখি।
ও চাঁদ ও জ্যোৎস্না রানী একটু কাছে এসো,
চিলেকোঠায় গল্পে বসে দক্ষিণা হাওয়ায় ভেসো।
চাতক প্রাণ চায় তোমাকে,
সোহাগ পরশ দাও আমাকে,
নিশি যাপনের সাথী হয়ে আমায় একটু ভালোবেসো ।