বন্ধু…শুধু তোমার জন্য…..
-রুদ্র প্রসাদ
ধর্মশাস্ত্র, ফিদেল – কাস্ত্রো …. সব চুলোয় যাক ….,
ট্রাম্প – মোদী – মমতা, বিতর্ক আজ মুলতবি থাক……,
জাতের নামে বজ্জাতি গুলো সব নিপাত যাক ……..,
বন্ধুত্ব – মৈত্রী – সমঝোতা এক্সপ্রেস স্বীকৃতি পাক ।
দিন গুলো হবে ‘লর্ডস্’ এর মাঠে খুলে ফেলা ‘টি-শার্ট’,
দিন গুলো হবে ‘ব্যান্ড’-এর গান, ঝকঝকে, দারুণ ‘স্মার্ট’ ।
সকাল গুলো সুন্দর হবে তোমার সুমধুর কল্পনা নিয়ে ….;
যে আমার নয়, সেই তোমাকে একটি বার ছুঁতে চেয়ে ….;
জানি, তুমি কখনই তো আমার সামনে আসবে না,
সন্দেহ ছাড়া বিশ্বাস তো আমায় কখনই করবে না ।
কিন্তু পড়লে মনে, করবে যে ব্যাকুল, দেবে যন্ত্রণা ।
রহস্যের আড়ালে থেকে বলবে কথা, দেবে সান্ত্বনা ।
কী ই বা করতে পারি যখন মানে না, অসহায় এ মন !
তবু জানি ‘প্রেম’ মানেই তো প্রতীক্ষা, সারাটা জীবন ।
বলছি তবুও দিন গুলো হয়ে উঠুক ‘হুসেন’-এর ছবি,
তেমনই হোক, ঠিক যেমনটি বলেছিলেন বিদ্রোহী কবি ।
দিন গুলো হোক না এক অনির্বচনীয় প্রেমকাহিনী,
আসবে না জানি, হয়ে আমার সর্ববেদনা – বিনাশিনী !
আমি তোমাকে বিশ্বাস করি – এই কথাটাই মানি,
তোমার জন্য আমার হৃদয়ে শাশ্বত প্রেম আছে, জানি ।
বুঝি মানবে না তুমি, সাথে এই সমাজ – স্বজন – পরিবার,
তবু অামার অবুঝ মন শুধু তোমারই বন্ধুত্ব যে চায় বারবার !
কেবলই জানি যে – তুমিই আমার কাহিনীর ‘আনারকলি’ ,
কারোকেই পাইনি তো তাই, হিসেবে তোমার বদলি ।
তুমি আনো প্রকৃতিতে রঙের বাহার, যেন শৈল্পিক তুলির টান,
তোমার রঙে ভুবন রাঙিয়ে বলি, “তুমি যে আমার প্রাণ” ।
যতই বলি, “ওহে জুলিয়েট, আমি তো তোমারই রোমিও”
সকলে শুনে সহাস্যমুখে বলে, “এ ভুল কখনও না করিও” !
আমি পারিনি হতে ‘তসলিমা নাসরিন’ বা ‘সলমন্ রুশদি্’ ,
চাইলেও পারব না ভুলতে তোমার কথা, শেষ অবধি ।
সব শুনে সমাজ সকৌতুকে অট্টহাসি হাসে আর বলে,
“এখানে তোমার হবে নাকো ঠাঁই, অন্যত্র যাও চলে” !!!
সবার চোখে আমি না কি ‘বড়ই বেয়াড়া, একেবারে বাতিল’ !
বুভুক্ষু মন হাহাকার তোলে, ‘জীবনের গণিত কেন এতই জটিল’ ???
আজ আমি নিঃস্ব, চাল-চুলোহীন, কি আর বলব তোমায় ?
চললাম এখন, বলব না থাকতে আর খোলা জানালায় ।
কখনও যদি আসি ফিরে, হয়ত বা আবার দেখা হবে,
অজানা পথের অচেনা বাঁকে না হয় একটু দাঁড়িয়ে যাবে ।
জানবে – সারাজীবন তোমার জন্য, করে যাব প্রার্থনা অবিরত,
দেখা হলে, কষ্ট লুকিয়ে, বলব হেসে, “কেমন আছো ? ভালো তো” ???
!