সরল রেখা নদী

সরল রেখা নদী
-রাখী সরদার (নন্দিনী)

 

 

সরল রেখা নদী তীরে
আছড়ে পড়ে নিবিড় ঢেউ

পদ্ম ঝিনুক উঠে আসে পাড় ভেঙে
আঙুল ছোঁয়া দূরত্বে তুমি বসে
মেতে উঠেছ অক্ষর বৃত্তের সাথে
গল্প খেলায়।

 

রাগিনী শাড়ি চুপ হয়ে থাকে তোমার পাশে
আড়াল মাঠে স্নেহ,প্রেমের মৃদু অনুভূতি
চরে বেড়ায় আপন মনে।

 

বৃষ্টি ভাঙা রোদ
আস্তে আস্তে মিলিয়ে যায়
মাতাল ঝড়ে পংক্তি উড়ে
যায় দূর দেশে।

 

স্বপ্ন দেখি,স্বপ্ন দেখাও হাজার বছরের
ইতিহাস হয়ে থাকার
শব্দজলে যেন ভিজিয়ে দিতে পারি পৃথিবীর
শব্দ প্রেমিকদের ।

একটু হাত বাড়িয়ে দিয়ো সরল রেখা নদীতীরে।

Loading

One thought on “সরল রেখা নদী

Leave A Comment