অবতার ভগবান
-নিখিল বিশ্বাস
কামিনী কাঞ্চণ পরিত্যাগ করো যদি চাও মোক্ষলাভ
টাকা পয়সা বিষয় আশয় ছেড়ে দিয়ে জপো কালীনাম ;
যদি তোমার বিত্ত হয় উদ্বৃত্ত দান ধ্যান কর সাধু সজ্জনে
বিজ্ঞানে বিশ্বাস অভক্তির লক্ষ্মণ বিধাতার অসন্মান ।
কর্তব্যরত ডাক্তারকেও করেছেন অপদস্ত
বাড়ীতে তবুও আসতেন রোজ রোগীকে দেখতে ,
করতেন না অবহেলা ।
বিজ্ঞানের বিরুদ্ধে কুযুক্তি দিয়ে করেছেন বাজীমাত ;
ভক্তরা সংখ্যায় বেশী গুরুদেবকে সমর্থন করা চাই
যে কোন বিষয় হোক ।
ভক্তরা জানে রোগকষ্ট মিছেই ,গুরু নিয়েছেন নিজে ।
এক লহমায় সারাতে পারেন মৃত্যু কঠিন ব্যামো
ভগবান তিনি অবতার হয়ে মানব জীবনে ব্যপ্ত ।
শিষ্য আর ভক্তদের রোগমুক্ত করতে
হয়েছেন নীলকন্ঠ, করেছেন বিষপান ।
পুরুষকে বলেছেন নারী মোহ ,সংসার বন্ধন ।
উদ্বুুদ্ধ হয়েছেন হাজার তরুণ ঘর সংসার ছেড়ে
মায়ার বন্ধন কেটে হয়েছে সন্ন্যাসী কিসের আশায় ?
গৃহী ,সংসারী ,নারী ,পুরূষ সবাই সমান
তাকেই মেনেছে অবতার ,ঈশ্বরের বরপুত্র ।
পৃথিবী অদ্ভূত সব গোঁজামিলে ভরা বিচিত্র মানুষ
এদের মনের ঠিকানায় তুমি পেয়ে যাবে ভগবান
বিচার বুদ্ধি বিজ্ঞান নিয়ে কাজ নেই আর বৃথা
অবতার তিনি ঈশ্বর নিজেই বলেছেন সেই কথা ।