Site icon আলাপী মন

পলাশ ফুল

পলাশ ফুল
-সুদীপ্ত কুণ্ডু 

 

পলাশ; তুমি নাকি প্রেমিক..?
এ কি করে হয়! আমি জানতাম শুধু ফুল;
লালফুল, হলুদ না লালচে কমলা রঙের-
সে তো পাখিরাও চেনেনি বসন্ত আসার আগে।
ত্রিপত্রী জন্মেই তো আর ফুল ফোটায় নি,
গাঢ় উদ্ভিদ দলে মুখ তুলতে দু-এক যুগ কেটেছে
শরৎ শারদীয়ার শেষে শীত এল ধূসর বাঁকলে
পাখি তখনও উড়েছিল ভিনদেশি যাযাবর দলে।
মৌমাছিরা উড়েছিল ডালিয়া চন্দ্রমল্লিকা বনে।
অনেক ঋতুরাজ এমনি কেটেছে কেউ ঘুরে তাকাই নি
রাঙা পলাশ প্রথম যৌবন ছুঁয়েছিল ঝুমুর বিহু তালে,
প্রথম প্রেমের ঠিকানা হয়তো লালমাটির দেশ ছিল,

শ্যামলা গরনে পলাশ ফুলের মালার অন্তরে।
পলাশ! তোর তো কোন গন্ধ নেই,

বাহারি শোভাই যত মিষ্টি মধুর ভ্রমরার প্রতীক।
চাঁপা মহুয়াদের দীপ্ত অভিমান; ওরাও নাকি প্রেমিক হতে চেয়েছিল;
এই নিয়ে ফাগুন হাওয়া চলল দিকেদিকে পলাশ প্রেমের বাটি।
তাই বনফুল ধরি আর হই মুক, আমার নাম যে প্রেমিক!!
শুধু অভিনন্দন হোক পুষ্পসম “ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত”।।

Exit mobile version