Site icon আলাপী মন

আহত

আহত
-নীলোৎপল সিকদার

 

 

করতলে সাজানো রৌদ্র দিনের আহত স্বপ্ন–মুঠো বন্দী,
সূর্য আলো চাঁদের ক্যানভাসে জমায়ে
একটি জোছনায় গড়া সেতু
দুরন্ত দুঃসাহসে আঁকতে
আজও আকাঙ্খায় ছটফটায়…

যে দিনগুলি সালোয়ার কামিজের প্রান্ত বেয়ে
মাটিতে লুটিয়ে-ধূলিতে গেছে ঢেকে,
যে দিনগুলি শাড়ীর আঁচলে পাল উড়িয়ে
নতুন নৌকা ভাসিয়ে স্রোতেরটানে
চলে গেছে সুদূরে-ধূসর ধোঁয়ায় মিশে,
শ্যাওলা রঙে সে দিনগুলি চাঁদের বুকে আঁকতে
নিদারুণ কাতরায়…

মন চায় আজও জোছনা পিলারে গড়তে
একটি অপূর্ব সেতু…
জোছনার নরম আলোর ধাপে ধাপে
পা রেখে একবার
যদি কেউ ফিরে এসে বলে
আছো তো ভালো!
বিরহ দহনে পুড়ে পুড়ে একলা একা!
মন চায় আজও…

Exit mobile version