ক্রমান্বয়ে
-শিবানী গুপ্ত
সাঁঝের ছায়া ঘনায় বেলাশেষের
ধূপছায়া শাড়ি পড়ে
বেহালায় সুর টেনে করুণ রাগিনীতে
উদাসী বাউল ফেরে নীড়ে
কূলবধূ নিকোনো আঙ্গিনা প’রে
সত্যনারায়ণ পূজোর ত’রে
আলপনা আঁকে –নৈবেদ্য সাজায়
দূরে—-নামাজের কোলাজ ধ্বনি
বাতাসে ছড়ায়
শঙ্খচিলেরা দিগন্ত রেখা ধরে উড়ে যায়
অচিন—ঠিকানায়
তন্ময় একাগ্রতায় পাঠরত কিশোরের
কন্ঠে–‘ভারততীর্থ’
চারপাশে মুগ্ধতা–আবেগিক
সীমান্তে-স্বজনচ্যুত-দেশপ্রেমী সৈনিক
আপনারে উৎসর্গিতে উন্মুখ
কোন এক বিরহ বিধুরা রমনী
কপালে আঁকে -এয়োতির চিহ্ন !
সাঁঝের আকাশ পানে উতলা মন এক
দু’চোখে মুক্তো টলমল্
বাতাসে করুণ ব্যঞ্জনায় নিঙারিয়া
কাঁদে কার–ব্যর্থ ভালবাসা !
রাত্রির কালো খামে কত কিছু
ঢাকা থাকে,নৈঃশব্দের সিলমোহরে
পল–অনুপল ক্ষয়ে সময়ের ধারা বেয়ে
ক্রমান্বয়ে সূচনা হয়- নবপ্রভাতের !