Site icon আলাপী মন

ওরে মন

ওরে মন !!!
-রুদ্র প্রসাদ 

 

 

 মন, আর কত ঘুমায়ে রবি ?
সকাল গিয়ে, দুপুর কেটে –
অস্তাচলে রবি ।
ওরে মন, আর কত ঘুমায়ে রবি ?

 

 আসার সময় যাতনায় পড়ে,
করলি প্রার্থনা করজোড়ে –
“করব আমি তোমার পূজা
মানব জনম লভি” । 

 

আজ কোথা, তোর সেই কথা ?
ভুলে গেলি কি সে সব ব্যথা ?
মানুষ হয়ে মান – হুঁশ গেল —
ভুলে গেলি কি সবই !

 

 পৃথিবীর এই পুতুল খেলায়,
কি পেলি তুই, সারা বেলায় ?
সঙ্ সেজে এই রঙের মেলায়,
খোয়ালি তুই সবই !
মন, আর কত ঘুমায়ে রবি ?

 

 এবার ওঠ জেগে, আর নয়,
হতাশা ভুলে যা, করিস নে ভয়,
নতুন উদ্যমে হোক শুরু আবার,
কিছুই তো নেই আজ হারাবার,
আপন সহায় নিজেই হবি ।
ওরে আমার উদাস মন,
অবুঝ – পাগল – প্রাণধন,
আর কত – শত কাল ভাবি,
এই ভবে ঘুমায়ে কাটাবি …?
মন, আর কত ঘুমায়ে রবি !!!
মন, আর কত ঘুমায়ে রবি ??

Exit mobile version