Site icon আলাপী মন

মোহিনী

মোহিনী
-অমল দাস

 

 

ঘোমটা মাথায় কলসি কাঁখে

যেই না তুমি যাও,

আমার শীতল শান্ত জল সমুদ্রে

তুমি তুফান তুলে দাও।

 

যখন খোঁপার বাঁধন বাঁধো তুমি

আলতা পায়ে দাও,

হৃদ মাঝারে তীর গেঁথে যায়

যেই না কাজল চোখে চাও।

 

তোমার নভ্য দেশের লুকোচুরি

আঁচল ঢেকে দাও,

আমার ছন্দরা সব মন্দ খাতায়

যেই না কোমর দুলে যাও।

 

স্নানের পরে উঠোন মাঝে তুমি

ভিজে চুল শুকাতে দাও,

আমার লটঘট রিপু ব্যাকুল হয়

তারে ভাসিয়ে তুমি নাও।

 

যখন সাঁঝ প্রহরে প্রদীপ হাতে

তুলসী তলায় যাও,

তুমি আঁচল কাঁধে রক্তিম আভায়

এক মোহিনী রূপ নাও।

Exit mobile version