মনে কী পড়ে?
-বিকাশ কুমার মাইতি
কোন সেই গোধূলি বেলা
তুমি বসে একলা
মনে কী পড়ে সেই স্মৃতি রেখা?
চকিত বালির ছটা, গোণা
অপেক্ষায় অভিমান ধরা
উত্তাল তরঙ্গে–
সবই ভুলে যাওয়া।
সমুদ্রের কান্না লাল জলে
পরিবার কোথায়!
সমুদ্রে আকাশ মিলায়
হাতে হাত ধরে চলা
আলো- আঁধারের; শপথ সঙ্গম।
সম্পর্কের হাত আদিমতা থেকে
মিথ্যে অহংকার জলে ভেসে
নিবিড় মিলন সৃষ্টির লগ্ন হতে
স্রষ্টার অবস্থান তাহার মাঝে|