আরশি

আরশি
-নীলোৎপল সিকদার

 

 

নিরাভরণ জীবনে নিরামীষ দিন
বৈষ্ণব বাতাসে উড়ু উড়ু মন,
চন্দ্র বুক জোছনা ঢাকা নীলাভ আকাশ,
আরশিতে নেই সেই সোনা মুখ
লুট হয়ে গেছে স্বপ্নের রৌদ্র…

এক ঘেয়ে ঘুঘু ডাকা ঝিমুনী দুপুর,
সময়ের ভূগোল জুড়ে রুদ্র তাপ
জ্বলে যায় হিয়া- নিদ্রাহীন বিদ্রুপ…

আর কত গচ্ছিত আবেগ চুরি হবে
উন্মাদনাহীন নির্লিপ্ততায়!
হারিয়ে তো গেছে সব
আছে শুধু জমানো মৌনতা…

আরশি খানা ভাঙ্গা–দিশেহারা প্রতিবিম্ব,
কেউ আসতে চেয়ে–আরশিতে মুখ রাখতে চেয়ে,
পিছল পথে পা কেটে ফিরে গেছে উল্টো রথে…

আমার আরশিখানা ভাঙ্গা…

Loading

Leave A Comment