পল্লীগ্রাম

পল্লীগ্রাম
-রূপকথা ঘোষ

 

 

তরুলতা ঘেরা সারি সারি কুটির-
পটচিত্র দিগন্তজুড়ে, সরসীর জলে
ভাসে কলমী ফুল,কুমুদ; কাচপোকার
জলে আবর্তন পুষ্করিণীজুড়ে।বাউল
বাতাসের দূরে হারানো রাঙামাটির পথে
আনাগোনা,কুটির প্রাঙ্গণপ্রান্তে পুঁইমাচা,
আরোহী লাউ, বকুলশাখে পিউকাঁহার
বিরহী গীতের প্রতিধ্বনি- মন কেমনের
আবেশ,পাগল হাওয়ায় বাজে
তালপাতার নূপুর। তালদিঘীর পথে
গাগরী কাঁখে চলেছে পল্লীবধূ দুলকি চালে;
দিঘীর সবজে জলে হংস হংসীর সোহাগ
আপনমনে,ছেলে-ছোকরাদের দুরন্ত সাঁতার-
জীবনের তরঙ্গধারা; আম্রকুঞ্জে বেজে ওঠে
মন উদাস করা রাখালের বেনু- গোরুর পাল হয়
বিমনা,পল্লীবধূর অবগুণ্ঠন সরে যায়- মোহিত
মনে স্বপ্ন সঞ্চার হয় ক্ষণে।দইওয়ালার হাঁকে
ওপাড়া থেকে খোকাখুকু আসে ছুটে,সবুজ ধানের
ক্ষেতে দোলে কাক তাড়ুয়া।পল্লীপ্রান্তে গাঙে
ভেসে চলেছে ডিঙিনৌকা উজান স্রোতে। মাঝির
সারি গানে মুখরিত নৈসর্গ,শূন্যতার সখ্যতা গাঙের
সাথে।সারি সারি গাঙচিল উড়ছে স্বপ্ন- অজানায়,
বেলা গড়িয়ে বিকেল- বাতাসের আলস্য গীতি মূলতানী
সুরে,দিনমনি ঢলেছে পশ্চিম পাটে-সিঁদুরে মেঘে
রেঙেছে নব পরিণীতা আকাশ।কৃষ্ণকলি মলয়ের
মিতালী- সুন্দরী উষসীর
দর্শন ধরাতলে। মঙ্গল শঙখধ্বনি আর
আজানের আধ্যাত্মিক সুরে ভরেছে পল্লী-
অনন্তের বন্দনায় প্রাণ সঁপেছে নরনারী।

Loading

Leave A Comment