Site icon আলাপী মন

প্রণমি তোমায়

প্রণমি তোমায়
-রীণা চ্যাটার্জী

আছো তুমি অবচেতন চেতনে
আছো তুমি আত্মার দৃঢ় বন্ধনে
আছো বিপ্লবী ধারার গঠনে
আছো মোদের রুধির দগ্ধ দহনে।

তুমি বেঁধেছিলে গান মৈত্রী সূত্রে
তুমি গড়ে দিলে মন বিপ্লবী মন্ত্রে
তুমি দিয়েছিলে ডাক জাতের ঊর্ধ্বে
তুমি ভেবেছিলে শুধুই মানব স্বার্থে।

তুমি বলেছিলে, সব ‘মা’র সন্তান’..
তুমি ডেকেছিলে, উন্নত শিরে হোও আগুয়ান
তুমি গেয়েছিলে, গান হাতে অগ্নিবীণ
তুমি সাহিত্যাকাশে ভাস্বর রবে চিরদিন।

হোক অক্ষয় তোমার সাম্যের গান
হোক জাগরুক আমাদের মান
হোক আজ তোমার মন্ত্রের সাধন
হোক আমাদের আত্মিক শোধন।

তোমার সুরে, তোমারই প্রেমে
তোমার মন্ত্রে, তোমারই ধর্মে
তোমার স্মরণে, তোমার বরণে
তোমার বন্দনা আমাদের মনে।
চিরন্তন হোক তোমারই ছবি
প্রণমি তোমায় ‘বিপ্লবী কবি’।

Exit mobile version