Site icon আলাপী মন

বিনয়াবনতঃ

বিনয়াবনতঃ 
– রুদ্র প্রসাদ

 

 

কাব্য-গীতে ধ্বনিত সদা মৃত্যুঞ্জয়ী চিরযৌবন,
জীর্ণ বুকে উদ্দাম শোণিত ধারায় সাজে মন ।
নয় কোনও বিশেষ আবেশে সীমাবদ্ধ সঙ্কীর্ণতা,
জয় ললাটিকা অমলিন বজায়ে প্রাসঙ্গিকতা ।
রুদ্ধবাক তো হওনি কখনও পেয়ে অনন্ত বাধা,
লহমায় দুয়ার খুলিয়ে মানসে মিলায়েছ রাধা ।
ইহকাল পরকাল একাকারে দ্রোহকালে মেশে,
সবহারার মথিত আকুলতা বাঙ্ময় অনায়াসে !
লাজে অধোবদনেরে দিলে প্রেমের ভাষা অনন্ত,
মনের সূক্ষ্ম অনুভূতিরা পূজনে হয়েছে জীবন্ত ।
শুভাশুভ সব মাঝে মূর্ত শাশ্বত বিপ্লবী চেতনা,
ভবে ঐক্যের প্রশস্তি গাথায় মন্দ্রিত অগ্নিবীণা ।
জগতের সাম্প্রদায়িকতাকেই ছাড়িয়ে উপরে,
নয়কো আর বলে ডাক দিলে সাম্যবাদী সুরে ।
মরমীয়া ঐ বহ্নিচ্ছটায় শিহরিত আধ্যাত্মিকতা,
দিয়ে নিবেদিত দেশপ্রেম, জাগিয়েছ মানবতা ।
বহুমুখী প্রতিভা তব সম্পৃক্ত জ্ঞানের আলোকে,
সেথা সুধাসিঞ্চনে পুষ্ট মাধুরী উদ্ভাসিত স্বসুখে ।
তোমার অগাধ পাণ্ডিত্য সাধারণের বাক্য হরে,
মানসিকতা অবনমিত আজ স্বার্থসিদ্ধির তরে ।
রেখে সমুখে দৃষ্টি আর বিদ্রোহী আদর্শে ভরসা,
সেই উদারতার অনুসরণে মিলবে সঠিক দিশা ।
লাভ-লোকসান বড় বালাই আকারে-প্রকারে,
মহতী প্রাণ হে, মণিকোঠাতেই স্বাগত নমস্কারে ।

Exit mobile version