
জীবন যেমন
খুঁজবে সেদিন
-রুদ্র প্রসাদ
যে দিন সোনালি আবেশ মাখা
অরুনিমা সাজে …….,
নিথর বনানী মাঝে কিচিরমিচির
ধ্বনি তুলবে সে সুর ।
ক্রমে দুপুরের কোলে চেপে
আসবে বিকেল…….,
আবছা আলোয় বসে ভালোবাসাবাসি
চেনা সবই তবু অচেনা !
বাঁধা খেয়া, ছেঁড়া পাল আপন খেয়ালে,
কি যেন ভাবে…!!!
ক্লান্ত মাঝির পাশে রাখা দাঁড় আর
এক ভাঙা হাল ।
নিস্তরঙ্গ জলে গোধূলির রঙিন ছায়া,
সাঁঝ বেলার প্রকাশ,
উদাসী হাওয়ায় পাখ-পাখালীর পালা ;
এবার ঘরে ফেরার ।
উৎফুল্ল মন, কর্মমুখরতার অবসান ;
শ্রান্ত – ধ্বস্ত কলেবর,
মসীলিপ্ত আকাশে ঝকমকে তারা,
চাঁদের স্নিগ্ধ আলো মাখা ।
রাতজাগা প্রাণী জানান দিয়ে যায়,
রাত বাড়ে নিস্তব্ধতায় –
অবসানের প্রতীক্ষায় । আসছে ভোর,
আসছে যে দিন ।
আশ বেঁধে বুকে পাশ ফিরে আসে ঘুম,
অনুভবে প্রশান্তির পরশ ।
হয়ত বিলম্বিত, সাফল্য আজও অধরা,
তবু আসবে সেদিন…….।।


8 Comments
Anonymous
দারুণ! ভাষার প্রয়োগে মুগ্ধ হলাম।
রুদ্র প্রসাদ
ধন্যবাদ অশেষ…
অর্চনা মিত্রদাস
অপূর্ব লেখনী। অত্যন্ত সুখপাঠ্য।
রুদ্র প্রসাদ
ধন্যবাদ অশেষ…
অমল দাস
বেশ সুন্দর লেখনী
রুদ্র প্রসাদ
ধন্যবাদ অশেষ প্রিয়
Anonymous
very nice
Rudra Prasad
thanks a lot