কবিতা

স্বপ্নেরা হাঁটে স্বপ্নাবেশে

স্বপ্নেরা হাঁটে স্বপ্নাবেশে
-সুমিতা পয়ড়্যা

 

 

মুখে হাসি নিয়ে সর্বাঙ্গ ক্ষয় করে
অঙ্গার হয়ে জ্বলে
জীবনের নিয়তি ছাই মেখে তাই
সং সাজে সব ভুলে।

 

পেটে ক্ষুধা নিয়ে গাঁথে মালা
চোখের জলে ক্ষার,
শ্যাওলা জমে না তাই জীবন পাতায়
মসৃণতা ক্ষুরধার।

 

ডানা কাটা ছটফটে ভগ্ন পাঁজরে
কাজ করে,ওরা কাজ করে;
রুক্ষ শুষ্ক মানবিকতার চরাচরে
দিনে রাতে ওরা মরে।

 

শ্রেষ্ঠ মানব অসহায় কত শত
জানা নাই কোথায় আলো!
প্রচারের শীর্ষে বিজ্ঞাপনের মাধ্যমে
দিনশেষে সব কালো।

 

ওষ্ঠাগত প্রাণ পরিস্থিতির কবলে
বন্য হয়েছে সাজ,
নিরাপদ নয়,জীবনটাকে বাজি রেখে
ওরা করে কাজ।

 

আত্মগ্লানি বাষ্প হয় রোদ্দুরে পুড়ে পুড়ে
সম্মানের জল যায় শুকিয়ে,
স্বপ্নেরা হাঁটে স্বপ্নাবেশে হৃদয় দোলা নিয়ে;
আনন্দ স্মৃতি যায় হারিয়ে।

 

কাজ করে,তবু ওরা কাজ করে
ওরাই মানুষ আসল;
প্রতিশ্রুতিতে ভরপুর জীবন যুদ্ধে
বাকী সবই নকল।

Loading

4 Comments

Leave A Comment

You cannot copy content of this page