ভা_লো_বা_সা

ভা_লো_বা_সা
-রুদ্র প্রসাদ

 

ভালোবাসা নয় ভুল, হে প্রিয় …
ভালোবাসা নয়কো মাটি,
ভালো বাসা নয়, ভালোবাসা চাই,
ভালোবাসা – সে তো খাঁটি ।
ভালোবাসা – সে তো অন্ধ – আতুর,
ভালোবাসা – সে তো দীন ;
ভালোবাসা – সে তো গোপনেই থাকে,
অতি-সঙ্গোপনে হয় লীন ।
ভালোবাসা মাঝে জাত-পাত নাই,
আছে শুধু হৃদয়ের টান,
ভালোবাসা তরে ভালো বাসা ছাড়ে,
ছাড়ে মনিময় অহং আর মান ।
ভালোবেসে সেই চিন্তামনিরে –
বিশ্ব হারালো নিজে …!!
ভালোবাসা দিয়ে ভাসে নজরুল
কমলার সরসীজে ……!!!
ভালোবাসা – সে তো উদ্দাম বেগে –
হৃদয়েতে জোয়ার আনে,
ভালোবাসা – সে তো সমাজের বুকে,
কত শত কষাঘাত হানে —
গোঁড়ামির মুখে । চুপিসারে এসে
খোলে যে দুয়ারের খিল,
শত প্রহরীর মাঝে থাকে, তবু
– চুরি হ’য়ে যায় ‘দিল্’ !
কভু বা নীরবে অলখে সবার –
ঝরে পড়ে আঁখিজল,
সব থেকে তবু অজানা কারণে
হিয়া হয় চঞ্চল ……।
দূরে গেলে শুধু ভয়ে ভরে বুক,
কাছে এলে আধো হাসা,
এই কি গো প্রেম, নিকশিত হেম,
এই বুঝি ভালোবাসা …!!!

Loading

Leave A Comment