Site icon আলাপী মন

জলতরঙ্গ ভালবাসা

জলতরঙ্গ ভালবাসা
-তন্ময় সিকদার 

 

তুমি তো জল তরঙ্গের মত বোহেমিয়ান ,
কেউ ছুঁতে চাইলে হয়ে যাও ঢেউ,
আছড়ে পড়ো গভীর ক্রোধে
এ তীর থেকে অন্য তীরে ।
অভিমানে উতরে পড়ো পাড় ছেড়ে ওপাড়ে ।
তুমি স্রোতস্বিনী, তুমি প্রবাহিণী
দাঁড়াবার সময় কোথায় তোমার
কেই বা থামাতে পারে তোমার অবাধ্য গতি ,
শুধু ক্লান্ত পথিক তৃষ্ণা নিয়ে
ছুটে আসে তোমার পাড়ে
এক উজলা জলের আশায় বারংবার ।
একটু খানি পা ভেজানর আশায়
কোন বেলা অবেলায় গহীন সমর এর পর
খানিকটা ভালবাসায় খানিকটা নেশায় ।

Exit mobile version