অযাচিত ভ্রম
-অমল দাস
মাতৃ গর্ভে জন্ম নিয়ে ভূমিষ্ঠ হওয়া নয়তো কোন ভুল,
মানব জন্ম বহু সাধনার স্বর্গীয় দুর্মূল্য এক ফুল।
ভুল কিছু নেই সবুজ বনে আকাশ বাতাস চাঁদের কোণে,
হিংসা দ্বেষ অপ্রাপ্তিতে জ্ঞানত পতন ডাকি স্বচ্ছ মনে ।
ব্যর্থ কাজই ভুল নয় জগতে এই সারমর্ম ক’জন সয়,
সাফল্যের মসনদে বসাও নিশ্চিত নয় সত্যের জয় ।
দৃষ্টির দূরদর্শিতা কর্মের পারদর্শিতা সুদৃঢ় করে ভিত,
অহমিকার জলাঞ্জলি আত্মগ্লানি শুদ্ধি মননের জিত।
সম্যক বিচারে গৃহীত কার্য উক্ত সময়ানুবর্তিতায় ঠিক,
পরাজয়ে চর্চা আসে কৃত কর্ম ছিল ভুলের সঙ্গীত ।
বাঁধন হয় শরীর মোহে- বিচ্ছেদ আসে প্রাপ্তি শেষে,
ভুলের কাঁধে বন্দুক -কপাল চাপড়ায় বিদ্রুপ হেসে।
বৃদ্ধাশ্রম জাতক পালনের নয় কোন চরমতম ভুল ,
স্বার্থান্বেষী চরিতার্থে পিতা মাতা হয় সন্তানের চক্ষুশূল
সমাজ কুঁড়ে খায় অতিরঞ্জিত বিকৃত তথ্য যত দৃশ্য,
ভুয়ো শিক্ষা গলদ চিকিৎসা করে সকলকে পূর্ণ নিঃস্ব।
জীবন পথে সম্মুখ হোঁচট নিশ্চিত পথের দিশা দেয়,
সেই মনন জ্ঞানী যে মুক্তির উপায় ভুলেই খুঁজে নেয়।
ভুল আসলে এক সময় সন্ধি দ্রুত স্বীয় স্বার্থের ফল,
আবার সৃষ্টিশীলরা ভুলেই শিখে করে সম্মান উজ্জ্বল।
মানব সমাজেই ভ্রান্তি বিলাস যেন তরল জলের মত,
শ্বাস প্রশ্বাস রক্ত প্রবাহেও ভুল হলে তবেই ভাল হত ।