কবিতা

কেন মেঘ গুলো সব আকাশ ধায়

কেন মেঘ গুলো সব আকাশ ধায়
প্রতিভা ময়ী দে

 

মেঘ গুলো সব আকাশ পানে ধায় কেন ভাই বলতে পার?
আকাশ কেন বুক পেতে রয় হেন।
সূয্যি কেন চলতে চলতে হয়না দিগ ভ্রান্ত!
পৃথ্থ্বী কেন পাঁক খেতেখেতে
হয়না একে বারে ক্লান্ত।
নদী গুলী চলার পথে হয়ে যায় দূরন্ত
সাগর কেন ঢেউ গুলো সব ঠেলে দেয় যা বাড়ন্ত।
বৃষ্টি হলে গড়িয়ে যায় নিচুর দিকে
উঠতে পারেনা আকাশ বেয়ে তাই সে গড়ন্ত
গড়িয়ে গিয়ে ধরে ফেলে সাগরটাকে
হয়ে দিকভ্রান্ত।
পশু পাখি জন্ম নিলে হয় তারা জ্যান্ত
অচেতনে ওরা আবার যখন তারা ঘুমন্ত।
সত্যি কথা কেউ বলবে না যদি সঠিক জান্ত।
ওরা জানে এ সব ছিল কাল আদি অন্ত।
তখন নাকি সূর্য্য পৃথিবী দুই ছিল ফুটন্ত।
অমোঘ নিয়ম কেউ জানেনা কখন শুরু হয়ে ছিল।
কখন ই বা পৃথিবীটা মানুষ, পশু জল গাছ পালা নিয়ে এল।
একে অপরের পরিপুরক কেমন নিয়ম করা।
খিদে পেলে খেতে পাবে তৃষ্ঞাতে জল ধরা
রোগের আবার ঔষধ দিল।
নিয়ম করে বৃষ্টি,ভাবলে মনে হয়
কে যেন আছে দিয়ে রেখেছে দৃষ্টি
না হলে ত তলিয়ে যেত এমন অমোঘ সৃষ্টি।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page