পাপের আঁখর
-তমালী বন্দ্যোপাধ্যায়
ইতিহাস পথ বেয়ে আসে,
অতীত,বর্তমান, ভবিষ্যৎ মিলেমিশে যায়-
লোভ,উচ্চাশা,হিংসা ও দ্বেষে।
জয়ের অদম্য বাসনা মনকে বিষাক্ত করে দেয়,
জীবন এসে আঁধারে মেশে।
ইতিহাস বারবার ফিরে ফিরে আসে,
বোমা,গুলি,গোলা বারুদের গন্ধে,
আজো বাতাসে মেশে-
সন্ত্রাসের রক্ত মাখানো বিষ – বিদ্বেষে,দ্বন্দ্বে।
কোনদিন আনন্দ,প্রেম,শান্তি,ভালোবাসা-
পারেনি সে রাখতে ধরে,হৃদয়ের অন্ত:পুরে।
সব আলো নিভিয়েছে,নিভে গেছে আশা।
যুগে যুগে মানুষ লিখেছে রক্তাক্ত ইতিহাস,
মানুষেরই পাপের আঁখরে।।