কবি হতে চাই না

কবি হতে চাই না
-প্রতিভা দে

 

 

কবি হতে চাইনা আমি অনেকেই কবি বলে
যে সব কথা লিখি উপলব্ধি থেকে
একটার পর একটা মিলে মিলে বেরিয়ে আসে।
সবাই কবি সবাই লেখক সবার ই ভালো মন্দের অনুভূতি আছে
একটু খানি হিংসুটে ভাব আর পরশ্রীকাতরতা ছাড়লেই নিজেকে দেখা যায়

সবার মাঝে আমি আর আমার মাঝে সবাই
এ পৃথিবীতে কেউ একা আসি নাই
সবারে নিয়া শক্তি তাহাতে আসে ভক্তি
ভক্তিতে ভগবান ,যুক্ত শক্তি ই প্রকৃত শক্তি তাহাই মহাপ্রকৃতির শক্তি ,গ্রহ নক্ষত্র সূর্য্য মহাকাশ
কে পায় তার সন্ধান
মানুষ এত ক্ষুদ্র হয়েও করে কত যত উৎপাত
তাই ত ভুগছে দিন রাত
শান্তি নাই পৃথিবীতে,মানুষ মানুষেরে
করে উৎখাত।
ভালো যদি হত সমস্যা মিটত
লাগতো না কোন অস্র শস্র
সবাই সবার ভালোবাসা ভরা গৃহে থাকত সুখে
এ কল্পনা নয় যদিও সম্ভব
কারন মানুষ হতে পারে নাই।
নাই মান নাই হুস।

Loading

2 thoughts on “কবি হতে চাই না

  1. কবিতা পাঠে ভালো লাগলো , খুব সুন্দর

Leave A Comment