শুদ্ধ হোক সমাজ
-রীণা চ্যাটার্জী
পূর্ণতা পাবার আগে শিশুকে দাও অধিকার
সুস্থভাবে,সুস্থ মনে তাকে বেঁচে বড়ো হবার।
ধ্বংস করো নিজেদের কামনার লোলুপতা
দোষ দিও না শিশুর ও আছে পোশাক দুষ্টতা।
বাসনায় উন্মত্ত হয়ে ভুলছে যারা মান আর হুশ
ভুলক্রমে বলো না যেন ওরাও তো ‘মানুষ’।
ধর্মের দোহাই দিয়ে শিশুকে করো অত্যাচার
ধর্মীয় নেতা হাত বাড়াবে,আইন ও রবে নিরুচ্চার!
সন্তানের জন্মে, পালনে যে ‘মা’ আজ কলঙ্কিত!
দর্পে বলো এ নরাধম পশু নয় তোমার কাঙ্খিত।
সবাকার মননে, বলনে, চেতনে আনো শুদ্ধতা,
পারবে ঠিকই, যদি ছাড়ো নিজেদের রুচিহীনতা।
সম্বোধনের উত্তরাধিকারে নয় হে সমাজ,
সম্মানের অধিকার মেনে নিতে পেও না লাজ।
নারীকে রেখো না শুধু তোমার রমন স্পৃহায়
প্রাপ্য যে তারো আছে নিজের চাহিদায়।
কষ্ট হলেও কঠিন নয়, হোও যদি সাত্ত্বিক
ভুলতে হবে তুমি শুধুই ‘পুরুষতান্ত্রিক’।
ভ্রমে আছো বেঁচে, নারী করছে প্রতিবাদ…
অস্তিত্বের সঙ্কট মোচনে জন্মিল যে ‘নারীবাদ’।
শিশুকে শিশু ভেবো, নারীকে ভাবো নারী
সবার আগে মানুষ মানো ওহে ‘সর্বাধিকারী’।
ভাবনায় শুদ্ধতার সাথে বিবেচিত জাগরণে
সমাজ তুমি স্বাক্ষরিত হোও সকলের মনে।
পাঠে মুগ্ধ হলাম বাস্তবতার মধ্যে দিয়ে একটি শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন
ধন্যবাদ
Brilliant!!
Thanks
খুবই সুন্দর কবি
ধন্যবাদ