Site icon আলাপী মন

অভিনয় তুমি

অভিনয় তুমি
ঋতুপর্ণা ব‍্যানার্জী

 

এক মরচে ধরা আগুন দিনে কয়েন ছুঁড়ে বলেছিলে

একপিঠে লেখা সুখ অন্য পিঠে দ়ুঃখ- “কোনটা নেবে তুমি”!

যন্ত্রণার ছিটকিনিটা বহুদূরে পৌঁছাবেনা হাত

পোশাক খোলা দূরত্বে যৌনতার আসর
পাশের ঘরে সুখের ছায়াছবি।

আজকাল ভালো অভিনয় দেখলেই মনে পড়ে যায় তোমাকে

নিপূণতায় সাজানো ছিল সবকিছুই।

শামুকের পেটে চলে গিয়েছিল তোমার দেওয়া আংটি ,

খুঁজে পায়নি যুবতী হৃদয়।

চোখের জল খুঁজেছে তোমায়,
কাঁদার জন্যে শহরে নেই শৌচালয়

ষাটের একপয়সা নীচেও এখন হবে না বয়স তোমার

তবু শুক্রকীটেরা কিশোরী বুকের আঁচল খসিয়ে দেয়!!!

Exit mobile version