দেরী
-নীলোৎপল সিকদার
সাপের মত আঁকাবাঁকা মেঠো পথ
বিস্তীর্ন সবুজ মাঠ পেরিয়ে দিগন্তে ধূসর…
কৃষকের ঘামে ভেজা মাটি,
শ্রমে ফলানো ফসল,
এক চিলতে উঠোন জোড়া স্বপ্ন
অদৃষ্টের সাথে যুদ্ধ প্রতিনিয়ত…
সুদিনের প্রতীক্ষায় বেলা যায়,
কেন যে আজও ভাগ্য তাদের বেঁকে রয়…
বিজ্ঞানের যুগে যদিও দূরে গেছে অনাহার
তবুও দারিদ্রতা তাদের পিছু ছাড়েনি,
মানুষের সবগুলো অধিকার আজও সুদূরপরাহত…
দেরী হয় তাদের পিঁচুটি জমা ভাগ্য পরিবর্তনে…
প্লাবন- খরা শুষে নেয় অবশিষ্ট আশা
অগনিত মানুষের ভীড়ে আজও তারা পরিপূর্ণ মানুষ নয়!