দ্বিপ্রহর
-রূপকথা ঘোষ
শুনশান চারিধার, দ্বিপ্রহরের বেহিসাবী সময়ে
বাজে তালপাতার বিবাগী একতারা, দিনমনি
মধ্যগগনে; গাছেদের চুপ কথা,ছায়ার নীরবতা,
পেয়ারাশাখে কাঠবেড়ালীর দুরন্তপনা;
ঘুঘুর মন কেমন করা কূজন প্রতিধ্বণিত হচ্ছে
প্রান্তরে,কাকের কর্কশ ডাকে নিস্তব্ধতা ভাঙছে
নৈসর্গের আবহে। খেয়ালী বাতাসের চকিতে ঘরে
আনাগোনা-স্বপ্ন বপন ক্ষণিকে,জাগতিক ভাবনারা
বিদায় নিয়েছে সাময়িক ভাবে ; দ্বন্দেরা গেছে দূরে।
বারান্দার পৈঠাতে বেওয়ারিশ নিদ্রামগ্ন সারমেয়;
গলিরাস্তায় পসরা মাথায় বাসনওয়ালীর হাঁক-
তন্দ্রাভগ্ন নিমেষে। অর্ধ ঘুমন্ত অর্ধ জাগ্রত নাগরিক
জীবন।বাতাসে বইছে মাধবীলতার সুরভি-মন
ভরেছে মধুরতায়, শরীরজুড়ে অকারণ আলস্য।
ঘুম ঘুম চোখ পড়ছে খবরের কাগজের কলাম,
বিছানার প্রান্তে পড়ে উপন্যাসের খোলা পাতা
ঘুমপরীর জাদু- চোখের পাতায় ঘুমের সঞ্চার-
অবচেতনের ভাবনাগুলি স্বপ্নে সাজায় রূপকথা।