প্রার্থনা
-রুদ্র প্রসাদ
দুঃখের দিনে এসো না গো তুমি,
চোখের জলই সার ।
খুশীতে তোমার, হব আমি সুখী,
সেই তো উপহার ।
চরণে তোমার কোটি শতদল,
হোক্ না সমুজ্জ্বল ।
ও রাঙা চরণ ধোয়াবার লাগি –
থাক না, চোখের জল ।
মধু জোছ্নায় সুমধুর থাক,
অমলিন সব স্মৃতি,
পিউ – পাপিয়ার কলতানময় –
ভাষাহীন হোক গীতি ।
পূর্ণিমা চাঁদ খেলুক না সদা,
তোমার ঐ আঙিনায় ।
আমার আকাশ ভরা থাক,
গহিন এক আঁধিরায় ।
কল্পজনমে ও গো প্রাণপ্রিয়,
হই যেন তব দাস ।
জনমে জনমে ধোয়াব চরণ,
এই শুধু অভিলাষ ।
মানুষ হই বা কৃমি-কীট হই,
তোমারই গো যেন থাকি ।
যেখানেই থাকি, যেভাবেই থাকি,
তোমাকেই যেন মনে রাখি ।
আবার যখনই কায়াফের হবে,
মায়াজাল হবে ক্ষীণ ।
সবকিছু ছেড়ে তোমারই চরণে –
হই যেন প্রিয়, লীন ।
তুমি যে আমার, আমি তোমারই,
এই কথাই শুধু জানি ।
যুগে যুগে তুমি করেছ যে মান,
তাই আমি অভিমানী ।
আর কত কাল করবে পরখ ?
খেলবে শুধুই খেলা ?
কত নিশি-দিন, নিদ্রাবিহীন –
সইব এ অবহেলা ?
এই দেহ – মন তোমারে দিয়েছি,
শুধু তোমারেই, প্রিয় ।
বারেকের তরে পতিত পাবন,
তোমার কোলেতে নিও ।
চোখ দুটো মোর কর গো অন্ধ,
কান দুটো কর কালা ।
আর কারো নয়, তোমারই রূপেতে,
আমার ভুবন আলা ।
হৃদয় আমার বেগবতী নদী,
এলোমেলো যায় ছুটে ।
যদি তুমি দাও সাথ, ধরো মোর হাত,
পড়ি ঐ পদে লুটে ।।