কবিতা

তুমি বললে তাই….

তুমি বললে তাই….
-অমল দাস

 

 

তুমি বললে তাই ভাবি তোমায় নিয়ে একটা কাব্য লিখি!

আমার আলসেমির সমস্ত দিন বৃষ্টির কাছে বন্ধক রাখি ।

তুমি বললে ‘ দ্যাখো বৃষ্টি ভেজা সমস্ত দিন ছন্দ মাখা’,

বাতায়নে নিরালায় বর্ষা হাতে আনমনে আমার একলা থাকা।

তুমি বললে ‘সেই.. প্রেম লিখেছ একটি বছর পার হয়েছে’,

জানি তুমি সত্য আমি অযথা মিথ্যে বলি জ্বর হয়েছে ।

তোমার অনুরাগ একটুও আর ভালোবাসি না আগের মতন!

হয়তো তোমায় পাইনা কাছে তবুও অন্তরে তো করি যতন।

তুমি বললে ‘ঐ আকাশের কালো মেঘ ঢাকছে আমায়’,  ‘

কি করে বোঝাই বল আমার সব কাব্য উৎসর্গ তোমায়।

তুমি বললে ‘ভালোবাসি ! শত অবহেলায়ও প্রাণে ধরি’,

বুঝলে না তুমি, দূরত্বের অগ্নি জ্বালে আমিও পুড়ে মরি।

তুমি বললে ‘রাতকে নয় আমায় রেখো বুকের কাছে’,

শুধুই কেন রাতে! তুমি আমার ধমনীতে সকাল সাঁঝে।

তুমি বললে ‘চাই না কিছু কেবল ভালোবাসার কাঙালিনী’

তোমার বাহু ঘেরে বন্দী আমি তোমার কাছে চির ঋণী।

তোমার বিরাগ সুর ‘জগৎ অবুঝ অভাগী কে আর কে বোঝে’

তবে তুমি জ্ঞাত হয়েও অষ্ট প্রহর আমার শহর তোমায় খোঁজে।

তোমার অভিলাষ সৃষ্টিশীল সমৃদ্ধ হোক আমার কাব্য লেখা,

আমার ক্যানভাসে তোমার ছবি তুলির টানে আমি মগ্ন একা।

তুমি বললে হয়তো তাই আজ স্মৃতির শব্দ সাজিয়ে নিলাম,

আমার তুমি মিথ্যে নও এক আবেগী প্রেম তোমায় দিলাম।

Loading

6 Comments

  • Anonymous

    তুমি লিখলে তাই মনের কথা কাব্য হল
    তুমি লিখলে বলে বিরহী মন ছন্দ পেল
    তুমি লিখলে তাই সপ্তসুর আজ বাঁধন হারা
    তুমি লিখলে বলে’আবেগী প্রেম’পাগল পারা।

    • অমল দাস

      জানি না প্রিয় কে আপনি
      আপনার ছন্দে মুগ্ধ আমি

      • Anonymous

        অজানার পাতায় থাক অপরিচিতা
        বৃথা আশায় রাখিনি আলাপচারিতা
        অপেক্ষায় শুনি আপনার লেখনীর ডাক
        আপনার গুণমুগ্ধ সামান্য এক পাঠক।

Leave A Comment

You cannot copy content of this page