Site icon আলাপী মন

তুমি বললে তাই….

তুমি বললে তাই….
-অমল দাস

 

 

তুমি বললে তাই ভাবি তোমায় নিয়ে একটা কাব্য লিখি!

আমার আলসেমির সমস্ত দিন বৃষ্টির কাছে বন্ধক রাখি ।

তুমি বললে ‘ দ্যাখো বৃষ্টি ভেজা সমস্ত দিন ছন্দ মাখা’,

বাতায়নে নিরালায় বর্ষা হাতে আনমনে আমার একলা থাকা।

তুমি বললে ‘সেই.. প্রেম লিখেছ একটি বছর পার হয়েছে’,

জানি তুমি সত্য আমি অযথা মিথ্যে বলি জ্বর হয়েছে ।

তোমার অনুরাগ একটুও আর ভালোবাসি না আগের মতন!

হয়তো তোমায় পাইনা কাছে তবুও অন্তরে তো করি যতন।

তুমি বললে ‘ঐ আকাশের কালো মেঘ ঢাকছে আমায়’,  ‘

কি করে বোঝাই বল আমার সব কাব্য উৎসর্গ তোমায়।

তুমি বললে ‘ভালোবাসি ! শত অবহেলায়ও প্রাণে ধরি’,

বুঝলে না তুমি, দূরত্বের অগ্নি জ্বালে আমিও পুড়ে মরি।

তুমি বললে ‘রাতকে নয় আমায় রেখো বুকের কাছে’,

শুধুই কেন রাতে! তুমি আমার ধমনীতে সকাল সাঁঝে।

তুমি বললে ‘চাই না কিছু কেবল ভালোবাসার কাঙালিনী’

তোমার বাহু ঘেরে বন্দী আমি তোমার কাছে চির ঋণী।

তোমার বিরাগ সুর ‘জগৎ অবুঝ অভাগী কে আর কে বোঝে’

তবে তুমি জ্ঞাত হয়েও অষ্ট প্রহর আমার শহর তোমায় খোঁজে।

তোমার অভিলাষ সৃষ্টিশীল সমৃদ্ধ হোক আমার কাব্য লেখা,

আমার ক্যানভাসে তোমার ছবি তুলির টানে আমি মগ্ন একা।

তুমি বললে হয়তো তাই আজ স্মৃতির শব্দ সাজিয়ে নিলাম,

আমার তুমি মিথ্যে নও এক আবেগী প্রেম তোমায় দিলাম।

Exit mobile version