আলতারাফ

আলতারাফ
-সোনালি মণ্ডল আইচ
সিন্ধুক ভরা
নদী নদী
কিছু গান
যারা ঠোঁট ছুঁয়েও
চিরকাল অনুচ্চারিত

 

পথের বাঁকে
চিরকাল জমে
শেষে নিরীক্ষায়
ভারী না হালকা
বুঝে ওঠা মুশকিল

 

দীর্ঘ অভ্যাসে
চিল ছাদে
প্রতিশ্রুতীহীন মানচিত্রে
অক্লান্ত বালি ঘড়ি
সময়ের নজরানা ত্বকে

 

গচ্ছিত বিশ্বাস
পর্যায়সরণী বেয়ে
হেঁটে এসে
কোনোদিন ডোরবেল ছুঁলেই
সারসের বুকে আলতামিরা…

Loading

One thought on “আলতারাফ

Leave A Comment