কবিতা

অন্ধ

অন্ধ
-নীলোৎপল সিকদার

 

দেখি সবই তবু মনে হয় দেখি না কিছুই,
দেখি  না শিউলির পাতায় ঝুলে থাকা
শিশির বিন্দুর অনুপম নৈঃসর্গের ছবি আঁকা,
ঝরা শিউলির কান্নার আনন্দ…

দেখি সাত রঙা রংধনু মেঘের কোণে
দেখি না সে অপরূপ রঙে হৃদয়ের রঙ দোলে
মন রাঙানো ফাগুন গান গেয়ে…

ফুল দেখি-পাখি দেখি-সবুজ তৃন দেখি
দেখি ঝর্ণার গড়িয়ে চলা
ঝর্ণার ছুটে চলা ছন্দ দেখি না…

দেখি না সতেজ তৃণের অপূর্ব সবুজ হাসি
দেখি না ফুলের অসম্ভব মধুর রূপ
পাখির মন মাতানো তান শুনি না…

অবিরল বৃষ্টি দেখি টিনের চালে ঝরতে
বৃষ্টি ভেজার জলজ গন্ধ পাই না
পাই না বৃষ্টির স্পর্শে উদাস হাওয়ার টান…

যুবতী মেয়ে দেখি কামনার ময়লা চোখে
দেখি না মেয়েলি সৌন্দর্যে কত পবিত্রতার ছবি,
দেখি না নিরস পৃথিবীর জীবনে সকল শান্তির সূতিকাগার
ও দুটি মায়াবী আঁখিতে…

একটি কোমল হাতের ছোয়ায়
কেমন করে কোন যাদুতে চোখ খুলে যায়
এ পৃথিবী সকল রূপের আলোয়
নীবির সুন্দরে হেসে ওঠে!

হাত ধরে নিয়ে এলে আনন্দের
অমৃত সাগর তীরে
এ দুচোখ–সকল সুন্দর দেখে
হাজার আলোর আশ্চর্য প্রদীপে
আলোয় ভুবন ভরে উঠে…

Loading

Leave A Comment

You cannot copy content of this page