Site icon আলাপী মন

বেহিসাবী প্রেম

বেহিসাবী প্রেম
-রূপকথা ঘোষ

 

 

চাঁদিয়াল উড়ছে উদার আকাশে-
সে তো তুমি,
খেয়ালী হাওয়ার চকিতে
এলোচুলে দোলা-
সে তো তুমি,
ভাবনারা নীল বাতাসে আঁকে ত্রিমাত্রিক ছবি-
অলীকবিক্ষণে তুমি!
জলপাইরঙা সন্ধ্যায় ফুটেছে নিশিগন্ধা-
সে তো তুমি,
আলমারির শাড়ির ভাঁজে ন্যাপথলিনের গন্ধ-
সে তো তুমি,
স্নানের শেষে লাগানো ওডিকোলনের
সুবাস সারা শরীরজুড়ে-
সে তো তুমি,
আয়নায় দেখা আমার প্রতিবিম্বের পাশে
সে তো তুমি,
অস্তরাগমাখা প্রেমিক বিকেল-
সে তো তুমি
উদাসী বাতাসে ভেসে আসা
বাতাবী ফুলের গন্ধ-
সে তো তুমি,
শরতের প্রকৃতিতে কেমন তুমি তুমি আবেশ,
চোখের পাতায় ভীড় করে রঙের জাদু
সে তো তুমি!
আমি হলুদ বাতাসে ওড়া এক প্রেমের পাখি,
কেন তুমি নার্সিসাস!

Exit mobile version