ভূল
-পার্থসারথি
যদি আপন ভেবেই ডাকলে কাছে—কেন মিথ্যে অভিমান?
আমিতো চাইনি স্বপ্ন দেখতে — ছলনার ছদ্মনাম!
ভাঙার গানেই তুষ্ট যে মন
কেন তাকে ভোলাও,
নিরানন্দে হাসে যে হৃদয়, তাকে কেন দোলাও?
মিথ্যা আশার কুহেলীতে থাকো যে মুখ ঢেকে
কেমন করে গড়বে হৃদয়–
প্রেমের অভিষেকে!
পথের পাশে ফুটে থাকা রঙবেরঙের ফুল,
তাদের দিয়ে সাজাও আশার ফুলদানি বিলকুল।
যখন সে ফুল শুকিয়ে যাবে সময়ের অভিশাপে,
ফেলবে জানি আবার পথে
পুড়ে মনস্তাপে।
মুখের হাসির অজানা দেশে মিথ্যার পথ গড়ে—
ভোলাও কেন অতিথিকে ,সে যে এসেছে ও দেশ ঘুরে।
মায়ার কাজল কুটিল চোখে, বাড়ায় কেবল মায়া!
নাই যে আশা, ভালবাসা সবই শুধু ছায়া।
ক্ষণিকের ভূল স্বপ্ন সমান,
তা দিয়ে সৃষ্টি চলেনা।
লোভের মরু ,কণ্টকতরু তাতে সুফল ফলেনা।
দূর থেকে দেখা পাহাড়শোভা– নানারঙের বাহারে—!!
কাছেতে গেলেই সব মিথ্যা , দৃষ্টি তবু ভূল করে হায়! কেমনে বোঝাই! আহাঃ রে!